নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার থানা পুলিশ প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় দোহার অফিসার ইনচার্জের কার্যালয়ে এই জন্মদিন পালন উপলক্ষে এ কেক কাটা অনুষ্ঠিত হয়।
কেক কাটা অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মো.মোস্তফা কামাল ও ওসি তদন্ত আজহারুল ইসলামসহ থানার কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় ওসি মো. মোস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না। প্রত্যেকটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায় দেশের মানুষ আজ অনেক ভালো আছে।
জন্মদিনে কেক কাটা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।