দানিস খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌাদ আরবের রিয়াদে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ দুই সৌদি ও তিনজন সিরিয়ানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ । তারা তরমুজের ভিতরে লুকিয়ে রেখে মোট ৭ লাখ ৬৫ হাজার অ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা করছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেটের মুখপাত্র মেজর মুহাম্মদ আল-নুজাইদি বুধবার বলেছেন যে, সৌদি আরবের যুবকদের লক্ষ্য করে এসব চোরাচালান এবং মাদক বিক্রির সাথে জড়িত গ্যাংগুলির উপর নিরাপত্তা বাহিনীর অনুসরণের ফলে রিয়াদে তরমুজের একটি চালানের ভিতরে লুকানো ৭,৬৫,০০০ হাজার পিছ অ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নিয়ে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।