নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সংক্রান্ত মতবিনিময় সভা ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এর আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। পাশাপাশি পূজা মন্ডপে আগত আহার্য বাবদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে পূজা মন্ডপের সভাপতিদের অনুকূলে ৫০০ কেজি হারে চাল সরবরাহের আদেশ (ডি,ও) হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশে^র আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ অপু, সাধারণ সম্পাদক রিপন রাজবংশীসহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
অপরদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৯০টি পূজা ম-পের পূজারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫শ কেজি চাল ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে ৫ হাজার করে নগদ টাকা উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, দেবাশীষ চন্দ, দিলিপ কুমার মন্ডল প্রমুখ।