নিজস্ব প্রতিবেদক :
“জলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সভাপতিত্বে ও জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় জলাতঙ্ক রোগের সচেতনতা ও প্রতিকার সম্পর্কে প্রজেক্টরে বিভিন্ন ভিডিও চিত্র দেখিয়ে আলোচনা করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স ফটক থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইফতেখার আহমেদ, ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. রবিউল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নজরুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, ঢাকার দোহারে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।