নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চার জন মাদকসেবনকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিস্টেটের ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করলে নির্বাহী ম্যাজিস্টে তাদেরকে অর্থদন্ডসহ ১৫ দিনের কারদন্ড প্রদান করেন।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক তানভীর শেখ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, সুভন (২৬), আবু কালাম (৩৫), অজয় মন্ডল (২২) ও অরুণ মন্ডল (৩৪)।
পুলিশসূত্রে জানা যায়, উপজেলা দূর্গাপুর বাজারে সুভন, আবু কালাম, অজয় মন্ডল ও অরুণ মন্ডল মদ পান করে নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলো। এ সময় এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঐ স্থানে গিয়ে তাদেরকে আটক করে থানা নিয়ে আসেন। পরে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আঃ হালিম এর ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ ও মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যৌথ অভিযান চালিয়ে নেশাগ্রস্থ অবস্থায় তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।