সিনিয়র প্রতিবেদক :
দীর্ঘ প্রায় ১৮ বছর পর দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া তিন ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ঢাকার দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।
দোহার পৌরসভার সাথে সীমানা জটিলতা থাকার কারনে এই দীর্ঘ ১৮ বছর নির্বাচন বন্ধ ছিল। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে দোহারের তিনটি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুসারে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ১০ অক্টোবর যাচাই-বাছাই, প্রত্যাহার ১৭ অক্টোবর ও ভোট গ্রহণ ২ নভেম্বর।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, দীর্ঘ জটিলতা শেষে প্রায় ১৮ বছর পর দোহার উপজেলার তিনটি ইউনিয়ন রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউপিতে নির্বাচন হতে যাচ্ছে। ২০০৩ সালে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। তিনি আরো বলেন, এই তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে। সেখানে সকাল ৮ থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
উল্লেখ্য, দোহার উপজেলার জয়পাড়া, রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।এরপর ২০০৩ সালে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। তারপরই সীমানা জটিলতা ও ভোটার তালিকা নিয়ে বেশ কয়েকটি মামলা হওয়ায় বিগত ১৮ বছর এই তিনটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি।