27 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

নবাবগঞ্জে আব্দুল ওয়াছেক মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনতিক, সুশিল সমাজসহ বিভিন্ন ধর্ম ও শ্রেণীপেশার মানুষের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠত হয়েছে। সকল ধর্ম বর্ণের মানুষ যাতে সমাজে এক সাথে মিলে মিশে বসবাস করতে পারে সেই লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সমাবেশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন তরান্বিত করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিজ থেকে শান্তিপ্রিয় অবস্থান নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। একই সাথে সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করতে সকলে সম্মিলিতভাবে রুখে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, আওয়ামী লীগ নেতা দেওয়ান আওলাদ হোসেন, মো. ইব্রাহীম খলিল, সাফিল উদ্দিন মিয়া, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, বীর মুক্তিযোদ্ধা মো. শাহআলম মাষ্টার, সাবেক ইউপি সদস্য টমাস রোজারিও, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান, দিপ্ত দেওয়ান, নাসির উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, ওলামা মাশায়েকগণ ও বিভিন্ন মন্ডপের পূজারীরাসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!