নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ পৃথক ভাবে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কশাই মনির ও সুভাশ বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পাতিলঝাপ ও বারুয়াখালি কাঁচা বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মনিরের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার টাকা এবং সুভাসের কাছ ৩ হাজার ৬০০ টাকাসহ ১২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তারদের মধ্যে মনিরের তিনদিনের রিমান্ড আবেদন করে ওই দুই আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, মামলা দিয়ে একজনের রিমান্ড আবেদনসহ ওই দুই আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রনে আমাদের এই অভিযান চলমান থাকবে।