31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী পনিরুজ্জামান তরুন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
দীর্ঘদিন পর অক্টোবর মাসে হতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সঙ্গত কারণেই ঢাকা মহানগরের পরে ঢাকা জেলা রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। সেজন্য এ জেলার কমিটিতে পদ-পদবি পেতে অনেকেই মুখিয়ে থাকেন।

দীর্ঘদিন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করা কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পনিরুজ্জামান তরুন। তিনি এবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসতে চান।

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের কোরমগঞ্জ এলাকায় আওয়ামী’ পরিবারে জন্ম সাবেক ছাত্র নেতা পনিরুজ্জামান তরুনের। বড় ভাই আব্দুল বাতেন মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য। পনিরুজ্জামান তরুন দোহার-নবাবগঞ্জ ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে এক পরিচিত মুখ এবং যুব সমাজের আয়ডল।

সাধারণ সম্পাদক প্রার্থী পনিরুজ্জামান তরুন বলেন, ১৯৮৮ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসি। ১৯৯১-৯২ সালে নবাবগঞ্জ থানা ছাত্রলীগ, ১৯৯৮ সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি, ২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্মা সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ২০১৬ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি।

তিনি আরও বলেন, আমি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলে, অতীতে যেমন দলের জন্য জান প্রাণ দিয়ে মাঠে কাজ করেছি আগামী দিনগুলোতেও কাজ করবো। পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সালমান এফ রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে এ আসন উপহার দিবো। দলীয় নেতাকর্মীদের বলতে চাই, আমি দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে কাজ করছি। আপনারা যদি আমার কাজে সন্ত্রষ্ট হন তাহলে আমাকে মনোনীত করবেন।

উল্লেখ্য যে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বেনজির আহমেদকে সভাপতি এবং মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান নবাবগঞ্জে এই কৃতি সন্তান পনিরুজ্জামান তরুন। যিনি এখনও ওই পদে আছেন।

এ বিষয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের মেয়াদ শেষ হওয়া কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে পুনরায় নতুন কমিটি করার দায়িত্ব দেন। তারই অংশ বিশেষ আগামী অক্টোবর মাসের ২৩ তারিখে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তারিখ নির্ধারণ করে দেন কেন্দ্রীয় এই নেতা। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে আসেন তিনি আসলে আরও বিস্তারিত বলা যাবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!