32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

দোহারে স্বাস্থ্য সেবা সহজীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সোমবার দুপুরে স্বাস্থ্য সেবা সহজীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ওষুধ কম্পানির প্রতিনিধিদের নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টারের সেবার মান বৃদ্ধি, ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ডায়াগনস্টি সেন্টারের নিয়োজিত দালালদের উৎপাত বন্ধে আলোচনা করা হয়। এ ছাড়া সরকারি হাসপাতালের ভিতরে অবস্থানরত বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট মালিকদের অ্যাম্বুলেন্স ব্যবসার সিন্ডিগেট বিষয়েও আলোচনা হয়। এ থেকে সাধারন মানুষকে মুক্তি দিতে প্রশাসনের কঠোর ব্যবস্থার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম ও দোহার থানার ওসি মোস্তফা কামাল।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে বলেন, কোন সাধারন রোগীকে হয়রানী করলে তা শক্ত হাতে দমন করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, রোগনিয়ন্ত্রক বিভাগের ডা. উম্মে হুমায়রা কানেতা, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টারের কর্মকর্তা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!