নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার দক্ষিণ খারাকান্দা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান।
রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ট্রাক নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। যার বাজার মূল্যে আনুমানিক ২৪ লক্ষ টাকা। পরে জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল সোমবার দুপুরে উপজেলার মৈনটঘাট এলাকায় নিয়ে জন সম্মুখে পুড়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খারাকান্দা এলাকায় নিষিদ্ধ চায়না জালের গাড়ি লোড করা হচ্ছে। খবর পেয়েই আমরা দ্রুত ঘটনা স্থানে পৌছাঁলে ট্রাকের হেল্পার ইমরান ও কারখানার শ্রমিক মোক্তার হোসেন নামে দুই জনকে আটক করি। পরে তাদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেই।
এ সময় অভিযানে সহযোগিতা করেছেন উপজেলা মৎস সম্পাসারন কর্মকর্তা পলি রানি দাস, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, দোহার থানা পুলিশ এস আই সাদিক ও পুলিশ ফোর্সসহ আনসার বাহিনীর সদস্যগণ।