নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২শ’টি ইয়াবাসহ মাসুদ পারভেজ (৩৫) ও মোনায়েম (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোরের দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ নিশ্চিত করেন।
মাদকসহ আটককৃত মাসুদ পারভেজ চুড়াইন ইউনিয়নের মুসলেমহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবং মোনায়েম পার্শ্ববর্তী শংকরখালী গ্রামের আব্দুল মতিনের ছেলে বলে জানান গেছে।
এ বিষয়ে ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।