26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ঢাকা জেলা চেয়ারম্যান নির্বাচিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টানা দ্বিতীয় বারের মতো ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রবীন রাজনীতিবিদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বি দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাহবুবুর রহমান নির্বাচিত হন। মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঢাকা জেলা পরিষদের চেয়াম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তৃনমুলের নেতাকর্মীসহ আওয়ামী লীগের ত্যাগী নেতারা সন্তুষ্ট প্রকাশ করেন।

এ বিষয়ে মাহবুবুর রহমান দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান পদে চুড়ান্ত মনোনয়ন দিয়ে দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি ঢাকা জেলাবাসীর প্রতি চিরকৃতজ্ঞ।

সূত্রে জানা যায়, ৬১ টি জেলা পরিষদের নির্বাচনে গতকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকা জেলাসহ মোট ২২ জন প্রাথী আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্ব›ন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেলা পরিষদের সদস্যরা অংশ গ্রহন করবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!