সিনিয়র প্রতিবেদক :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টানা দ্বিতীয় বারের মতো ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রবীন রাজনীতিবিদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বি দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাহবুবুর রহমান নির্বাচিত হন। মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঢাকা জেলা পরিষদের চেয়াম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তৃনমুলের নেতাকর্মীসহ আওয়ামী লীগের ত্যাগী নেতারা সন্তুষ্ট প্রকাশ করেন।
এ বিষয়ে মাহবুবুর রহমান দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান পদে চুড়ান্ত মনোনয়ন দিয়ে দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি ঢাকা জেলাবাসীর প্রতি চিরকৃতজ্ঞ।
সূত্রে জানা যায়, ৬১ টি জেলা পরিষদের নির্বাচনে গতকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকা জেলাসহ মোট ২২ জন প্রাথী আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্ব›ন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেলা পরিষদের সদস্যরা অংশ গ্রহন করবে।