সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মন্ডলকে সাসপেন্ড করা হয়েছে। একই সাথে নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মন্ডল ও আলোক মন্ডল কার্তিকের বিরুদ্ধে ফৌজদারী মামলা করে তাদের দুইজনকে ডিবি পুলিশে একটি টিম ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত প্রীতম মন্ডল শোল্লা ইউনিয়নের শোল্লা গ্রামের নগনে মন্ডল এর পুত্র এবং আলোক মন্ডল একই এলাকার হরিপদ মন্ডলের পুত্র বলে জানা গেছে।
শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দোহার সার্কেস এএসপি আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) এর অবমাননাকারী অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতমকে সাসপেন্ড করা হয়েছে এবং তার রিমান্ড আবেদন করা হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও জানান রাষ্ট্রের পক্ষ থকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরপরও কেউ যদি সাম্প্রদায়িক বিশৃংখলা সৃষ্টি করতে চায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে ।