নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। দোহার থানার আয়োজনে দোহার থানা প্রাঙ্গণে ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে দোহার থানার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে প্রতিটি সন্তানের বাবা-মাকেই খেয়াল রাখতে হবে তাদের সন্তান কোথায় যায়, কার সাথে মিশে। কারণ আপনাদের মনে রাখতে হবে মাদক থেকেই কিশোর গ্যাং, খুন, রাহাজানি, চাঁদাবাজির মতো বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। এজন্য যারা মাদক সেবন করে তাদের বুঝাতে হবে, না বুঝলে পুলিশের সাহায্য নিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোবাশশিরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আমিনুল ইসলাম, দোহার সার্কেল এএসপি আরিফুর রহমান, দোহার থানা ওসি মোঃ মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম, দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলার সকল চেয়ারম্যান ও সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরো অনেকে।