নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহারে দূর্গাপূজা উপলক্ষে দোহার থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার থানার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে দোহার থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, দোহার থানা ওসি মোস্তফা কামাল, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিও স্থানীয় সাংবাদিক অমিতাভ অপু, সাধারণ সম্পাদক রিপন রাজবংশীসহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।