28 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

নবাবগঞ্জে ভুয়া সচিব পরিচয়ে যুবক গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের ভুয়া সিনিয়র সচিব পরিচয়ের অপরাধে দেওয়ান মাহবুব হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

বুধবার ভোর রাতে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেওয়ান মাহবুব হোসেন ওই এলাকার দেওয়ান আবুল কাশেমের ছেলে।

নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মো. আশফাক রাজীব হাসান বলেন, অনৈতিক তদবীরের বিষয়ে দেওয়ান মাহবুব হোসেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে ইউএনও পুলিশকে জানায়। পুলিশ তার মোবাইল নাম্বারটি ট্র্যাকিং করে ভুয়া পরিচয় মিললে তাকে বুধবার ভোর রাতে শিবপুর তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ান মাহবুব হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও সরকারি কর্মকর্তার পরিচয়ের অপরাধে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, গত ৩০ আগষ্ট দেওয়ান মাহবুব হোসেন নামে এক ব্যক্তি আমাকে একটি অনৈতিক তদবীরের ব্যাপারে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে তার মোবাইল নাম্বারটি পুলিশকে দিলে পুলিশ তাকে খোঁজে বের করলে ভুয়া প্রমানিত হয় এবং সে একজন প্রতারক।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!