সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ মাধ্যমিক শিক্ষা ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক-ই-আজম।
গত ৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অডিটোরিয়ামে এ পুরষ্কার বিতরণ ও সনদ প্রদান করা হয়।
এ সময় দোহার উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। নির্বাচিত এই শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে দোহার উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ।
ফারুক-ই-আজম একজন সৎ, দক্ষ ও বিনয়ী প্রধান শিক্ষক হিসেবে ইতি মধ্যেই বিদ্যালয়সহ বিভিন্ন মহলে সুনাম অর্জন করে অতি দক্ষতা ও সম্মানের সাথে দীর্ঘ ১৮ বছর যাবত কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রধান শিক্ষক ফারুক-ই-আজম বলেন, আমাকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ মাধ্যমিক শিক্ষা ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করায় উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, কার্তিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীদেরসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবাইকে বিশেষ ধন্যবাদ জানাই। এই পুরস্কার ইনশাআল্লাহ্ আমাকে আরও দায়িত্বশীল করবে। সবার নিকট দোয়া ও ভালোবাসা কামনা করছি।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুরুজ আলম সুরুজ, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ কুলসুম বেগম, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদসহ আরও অনেকে।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ৭৪ জনকে পুরস্কার বিতরণ করা হয়।