সিনিয়র প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষীপ্রসাদ এলাকার পোদ্দার বাড়ি থেকে মোল্লা বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের বেহাল দশা। সংস্কার না হওয়াতে রাস্তার মাঝখানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। ১ ঘন্টার বৃষ্টিতে সড়কে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি মাড়িয়ে পথচারী, স্কুলের ছাত্রছাত্রী ও যানবাহন চলাচলে মারাত্নক বিঘ্ন ঘটছে।
জানা যায়, উপজেলার লক্ষীপ্রসাদের সড়কের বেশ কয়েকটি স্থানে ছোট বড় খানাখন্দ তৈরি হয়েছে। লক্ষ্নীপ্রসাদ এলাকার জাফরের বাড়ির সামনের রাস্তা, মোল্লা বাড়ি ও সিকদার বাড়ির রাস্তার সামনে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তার পাশে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মান করায় রাস্তার পানি অন্যত্র সড়তে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারমধ্যে বালু ভর্তি ট্রাক চলাচলের কারনে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাটি। যার ফলে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। বিশেষ করে প্রাইমারির ক্ষুদে শিক্ষার্থীদের জন্য রাস্তাটি এখন মরণফাঁদ।
ভুক্তভোগি এলাকাবাসী জানায়, রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। অন্যথায় রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়বে।
এ বিষয়ে রাইপাড়া ইউনিয়নের ভারপ্রান্ত চেয়ারম্যান নুরুল হক জানান, আমি দোহার উপজেলা স্থানীয় প্রকৌশল কর্মকর্তার সাথে কথা বলে রাস্তাটি দ্রুত মেরামতের জন্য চেষ্টা করবো।