নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঢাকা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ফরম কিনেছেন ঢাকার দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। রোববার (০৪ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এই ফরম ক্রয় করেন।
এ সময় মো: আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেল। আমি আশাবাদী দল একজন সৎ ও দক্ষ লোককে ঢাকা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিবেন। তবে আমি বিশ্বাস করি দলীয় মনোনয়ন বোর্ডে যারা রয়েছেন তারা আমাকে বেছে নিবেন।