26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

দোহারে আন্তা ফুটবল ক্লাব একাদশকে হারিয়ে আন্তা প্রবাসী কল্যান একাদশের বিজয় (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা এলাকায় আন্তা প্রিমিয়ার লীগ ফুটবল ২০২২ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে আন্তা এলাকায় গ্রামবাসীর উদ্যোগে আন্তা খেলার মাঠে এই ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়।

আন্তা প্রিমিয়ার লীগ ফুটবল টূর্ণামেন্টের সভাপতি মোঃ ফালু মল্লিক এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ ও খেলার উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ মিয়া এবং গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ গুহ টুটুল।

এ সময় ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন আন্তা ফুটবল ক্লাব একাদশ বনাম আন্তা প্রবাসী কল্যাণ একাদশ। ফাইনাল খেলার প্রথমার্ধে আন্তা প্রবাসী কল্যাণ একাদশ এক গোল করেন। এ সময় হাজার হাজার দর্শক মাঠের কানায় কানায় ভরে উঠে এবং আনন্দ উল্লাসে মেতে উঠে ফুটবল খেলাটি উপভোগ করেন। পরে টান টান উত্তেজনায় খেলায় আন্তা প্রবাসী কল্যান একাদশ ২-১ গোলে আন্তা ফুটবল ক্লাব একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলায় ম্যান অফ দি ম্যাচ বিজয়ী দলের রিমন ও ম্যান অফ দি সিরিজ বিজয়ী দলের শফিকুল এবং সেরা গোল রক্ষক হিসেবে বিজয়ী দলে আকাশ নির্বাচিত হন।

এ সময় নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ বলেন, আমরা যারা এখানে উপস্থিত আছি তারা সবাই যেন এই খেলার মত প্রতিটি ভাল কাজের সাথে অংশ গ্রহন করতে পারি। আমরা যেন কোন ধ্বংশাত্নক কাজের সাথে জড়িয়ে না পড়ি। এ সময় তিনি যে কোন ভাল কজের প্রতি সহযোগিতা করবেন বলে জানান।

মোঃ শহিদুল ইসলাম ও হাবিবুর রহমান জনি এর সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাঃ বিল্লাল হোসেন, শহীদ খান, মোঃ নজরুল ইসলাম, শেখ শহীদুল ইসলাম, শাহ্ আলম, মোঃ হুমায়ুন মোল্লা, ইবরাজ হোসেন, মনির হোসেন ভূইয়া, শমিকুর রহমান নাজিম, আমিনুল ইসলাম ঝিলু, মোঃ রমজান আলী, কাজী মিজানুর রহমান, হাফিজুর রহমান, আতিক মুন্সী, আরিফ, নাঈম, পিয়াল, আবুল, হাসান, হোসেন, হাবিব, কাউছার, বাবু ও সাগরসহ আরো অনেকে।

পরে খেলায় উপস্থিত অতিথি বৃন্দরা বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি ওয়ালটন ফ্রিজ তুলে দেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!