দানিস খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সোমবার ইরাকের রাজধানী বাগদাদে পুলিশের গুলিতে ১২ বিক্ষোভকারী নিহত ও প্রায় ২৭০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সোমবার সন্ধা ৭ টার পর থেকে ইরাকে কারফিউ জারি করেছে সে দেশের সরকার।
জানা যায়, শক্তিশালী শিয়া নেতা রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলার পর সোমবার বাগদাদের গ্রিন জোনে ধর্মীয় নেতা মোকতাদা সদরের সমর্থকরা সরকারি প্রাসাদে হামলা চালালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যর গুলিতে ১২ জন বিক্ষোভকারী নিহত হয়।