নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারে মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুরে উপজেলার বেগম আয়েশা উচ্চ বিদ্যালয়ের অডিটেরিয়াম রুমে এ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইব্রাহীম খলিল সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিলর মোঃ নিজামুল হক নাসিম ও প্রধান আলোচক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে ৭১ এর গণহত্যা, ১৫ ও ২১ আগষ্ট একই সূত্রে গাঁথা শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন আমন্ত্রীত অতিথিরা। পরে মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইব্রাহীম খলিল সবুজকে আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আইডি কার্ড পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম, দোহার থানা (ওসি) মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলা সহ-সভাপতি ফজলুল হক, কেন্দীয় কায্যনির্বাহী সদস্য বাংলাদেশ কৃষকলীগ বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব ও দৈনিক দেশবাংলা পত্রিকার সিইও সেহলী পারভীন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, বেগম আয়েশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগম ও বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ আরো অনেকে।