নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পৌরসভায় নব-নির্বাচিত পৌর পরিষদ ও সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে দোহার পৌরসভার আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এ সময় তিনি বলেন, পৌরবাসী তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ভোটারদের কোন প্রকার চাপ ছিলো না। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভা নির্বাচন হওয়ায় আমাদের প্রিয় সাংসদকে জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
দোহার পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ আলমাছ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুরুজ আলম সুরুজ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মো. সাজ্জাত হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি ও পৌর এলাকাবাসীসহ নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ।