সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নুর-আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নের্তৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।
উপজেলার বাগমারা থেকে বিএনপির নের্তৃবৃন্দরা সকাল থেকে জড়ো হয়ে দুপুরে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা বাজার হয়ে সুরগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে খন্দকার আবু আশফাকের বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, মেঘা মেঘা প্রকল্পের নামে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছেন।
তিনি আরো বলেন, এই সরকারকে ক্ষমতায় রাখার আর এক মূর্হত্ব সময় নেই। এখন আর আমাদের দাবিয়ে রাখার সুযোগ নেই। আমরা অতি সত্তর অন্দোলনের ডাক দিয়ে এই সরকারকে টেনে হেছড়ে নামাতে হবে।
বিক্ষোভ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই (পান্নু), নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ আল মামুন, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, দোহার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান পবন, দোহার উপজেলা যুবদল নেতা মোঃ জহিরুল ইসলাম, দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর নিশু, মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান, ঢাকা জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম অমিতসহ দোহার-নবাবগঞ্জ উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।