সিনিয়র প্রতিবেদক :
দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি ও ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নুর-আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃতে দোহার উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার ২২ আগষ্ট দুপুরে উপজেলার করম আলীর মোড় থেকে বিএনপির নেতৃবৃন্দরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জয়পাড়া বাজারের ওয়ান ব্যাংক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত হয়।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন চরম বিপাকে পড়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ।
তিনি আরোও বলেন, আওয়ামী ব্যবসায়ীদের সিন্ডিকেটে ও লুটতজের কারণেই জিনিসপত্রের দাম উর্ধ্বগতি হয়েছে।
এ সময় মিছিল থেকে জ্বালানী তেলসহ দ্রব্য মূল্যের দাম কমাতে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতা কর্মীরা।
উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি জীবন বেপারী, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, সেন্টু ভুইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়ানুছ আলী খান, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মহসিন রহমান মাসুম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বানি, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহবায়ক মো. রবিউল ইসলাম অমিতসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।