নিজস্ব প্রতিবেদক:
বিগত ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। রোববার (২১ আগস্ট) দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় মিছিল শেষে নেতা কর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ে এসে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমতের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।