নিজস্ব প্রতিবেদক:
বিগত বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার দুপুরে দোহারের লটাখোলা করম আলীর মোড়ে দোহার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠণের আয়োজনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো নেতা কর্মীরা। মিছিলটি জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পাড়া বাজারের রতন স্বাধীনতা চত্তরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা করম আলী, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, আওয়ামী লীগ নেতা লায়ন আব্দুস সালাম চৌধুরী, বাসার চোকদার, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম,সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারন সম্পাদক আব্দুর রহমান শান্তসহ অঙ্গসংগঠণের অন্যান্য নেতাকর্মীরা।