সিনিয়র প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ছিল এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ার। কিন্তু তিনি তা করে যেতে পারেননি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বেই আমরা যেন বাংলাদেশকে সোনার বাংলা গড়ার বাস্তবায়ন করতে পারি। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার দুপুরে দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান মন্ত্রীর বেসরকারী খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের এমপি সালমান এফ রহমান এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, সোনার বাংলা গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক আইজিআর আব্দুল মান্নান। বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুরুজ আলম সুরুজ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর বেপারী, সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের পর প্রধান অতিথি সবার মাঝে তবারকের খাবার তুলে দেন ।
এরপর দোহারের বিভিন্ন এলাকায় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও তুবারক বিতরণ অনুষ্ঠানে সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।