নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দোহার উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে জয়পাড়া ডিগ্রী কলেজ সংসদে দোহার উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ ও জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগ এর অয়োজনে এ সংবাদ সম্মেলনের করা হয় ।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগের এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বিগত ২৭ জুলাই দোহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক আব্দুর রহমান আকন্দের বিরোদ্ধে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করার অভিযোগ এনে তাকে যুবলীগ থেকে বহিষ্কারের দাবি জানানো পাশাপাশি রহমান আকন্দের বিরোদ্ধে তীব্র প্রতিবাদ জানান উপজেলা ছাত্রলীগ।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি তাপস কুমার, শিহাব-উর রহমান শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সিনিয়ির সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, যুগ্ম-সম্পাদক আরিফ হোসেনসহ আরো অনেকে।