দানিস খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদকঃ
সৌদি আরবের মক্কায় মা ও তার কাজের মেয়েকে হত্যার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মানসিক রোগী বলে সন্দেহ করা ব্যক্তিটি মক্কার আল-শাওকিয়াহ এলাকায় তাদের বাড়িতে লোহার হাতুড়ি দিয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে ও কাজের মেয়েটিকে রান্নাঘরে পিটিয়ে হত্যা করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, লোহার হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে মারাত্মক জখম হওয়ার পর দুজনেই নিহত হয়েছেন।