সিনিয়র প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কাশেম দৃর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।
রবিবার আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার পালামগঞ্জ খেজুরতলা এলাকায় তার ওপর এই হামলা করে দৃর্বৃত্তরা।
জানা যায়, আবুল কাশেম মোটর সাইকেল চালিয়ে আনুমানিক রাত ৯ টার দিকে জয়পাড়া থেকে আন্তা বাহ্রা তার নিজ বাড়িতে যাওয়ার পথে তার গতিরোধ করে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা। এ সময় আবুল কাশেমের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দৃর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে দোহার থানা ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার পর পর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।