দানিস খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদকঃ
সৌদি আরব রবিবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপন করায় ইসরায়েলের প্রতি নিন্দা প্রকাশ করেছে আরব বিশ্ব। এটাকে সৌদি “আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন” বলেও অভিহিত করেছেন।
এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উত্তেজনা বন্ধ করতে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে, জর্ডান আল-আকসা মসজিদে ইসরায়েলি সীমা লঙ্ঘনেরও নিন্দা করেছেন। ইসরায়েলকে আল-আকসা মসজিদের পবিত্রতাকে সম্মান করতে এবং সৃষ্ট অস্থিরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।”
এদিকে, কাতার এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে “উস্কানিমূলক এধরনের অন্যায় কাজগুলো অতি দ্রুত বন্ধ করে ও আল-আকসা মসজিদের ঐতিহাসিক মর্যাদা অটুট রাখতে ইসরাইয়েলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। নয়তবা এটা আন্তর্জাতিক ধর্মীয় যুদ্ধে রুপান্তরিত হতে পারে।
কুয়েত ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করে বলেছে যে, এটি আল-কুদস এবং এর পবিত্রতাকে নষ্ট করার একটি ইসরায়েলের প্রচেষ্টা।
জানা গেছে, তৃতীয় দিন পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলের চলমান বিমান হামলায় প্রায় ৩১ জন নিহত ও ২৭৪ জন আহত হয়েছে।