সিনিয়র প্রতিবেদকঃ
ঢাকার দোহারে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন নিয়ে পরাজিত প্রার্থীরা নির্বাচন সুষ্ঠ হয়নি বলে অভিযোগ এনে গত ২৭ জুলাই ও ৫ আগষ্ট সংবাদ সম্মেলন করলে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দোহার উপজেলা আওয়ামী লীগ।
রবিবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ৩য় তলায় আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পৌরসভা নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী আব্দুর রহমান আকন্দ নির্বাচনে পরাজিত হয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিরোদ্ধে রাজনৈতিক বহির্ভূত অশালীন বক্তব্যে প্রদান করেন।
বক্তারা আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন সম্পর্কে যে কুটুক্তি করার যে দুঃস্বাহস দেখিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদসহ নিন্দা জানাচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলার আটটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, দোহার পৌরসভার আহবায়ক ও যুগ্ন আহবায়কসহ নব-নির্বাচিত পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আরো অনেকে।