নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলা মাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যেগে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনী বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা এর নিজ বাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে দোয়া ও ১৫ আগষ্টে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবী জানানো হয় সভা থেকে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী এ্যাডঃ ফারুক উজ্জামান ফারুক (পেশকার)।
এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত সকলের কাছে ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন
এ সময় তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমি আমাদের সাংসদ সালমান এফ রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে আসছি। আমি মাহমুদপুর ইউনিয়নবাসীর পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল বেপারী, সোহরাব বেপারী, আওয়ামীলীগ নেতা ও ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী উপল পত্তনদার, সাবেক ছাত্রনেতা সুজন পেশকার সহ আরো অনেকে।