দানিস খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদকঃ
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) প্রবাসীদের বৈধপথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরনের আহবান জানিয়েছেন। তিনি গতকাল বুধবার রাতে তাবুক শহরে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ আহবান জানান।
তিনি বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে এবং এর সুফল সকলেই পাবে। রাষ্ট্রদূত প্রবাসীদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করে সৌদি আরবে বাংলাদেশের সম্মানকে আরো সমুন্নত করার অনুরোধ জানান।
তাবুকে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যালনাল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তাবুক অঞ্চলে কর্মরত বিভিন্ন শ্রেনী পেশার বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার অত্যন্ত সচেতন। প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস ও কনস্যূলেট এর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন। এছাড়াও কোন প্রয়োজন হলে দূতাবাস ও কনস্যূলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান।
এ মতবিনিময় সভায় কনসাল জেনারেল মো: নাজমুল হক ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।