নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আব্দুল হালিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় পণ্যে কৃত্রিম মোড়কের ব্যবহার জনিত কারণে পরিবেশ দূষণ অপরাধে তিন মুদি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বিভিন্ন ধারা অনুযায়ী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বাজারের বিভিন্ন দোকানের পণ্যে কৃত্রিম মোড়কের ব্যবহার করতে দেখা যায় এ সব ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষনরোধকল্পে মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ বাজারে ভ্রম্যমান আদালত পরিচালনা করে তিন মুদি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক। কৃত্রিম মোড়ক ব্যবহার পরিবেশকে দূষিত করে। এ অপরাধে তিন মুদি ব্যবসায়ীকে ৯ হাজার জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় কৃত্রিম মোড়ক যাতে ব্যবহার করতে না পারে সেই জন্য উপজেলার বিভিন্ন বাজারে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।