নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। (২ আগষ্ট) মঙ্গলবার দুপুরে উপজেলা জয়পাড়া বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশে^র আলম। এ সময় তিনি ৫৫৩ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড তুলে দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খালাসী, বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ মোল্লাসহ আরোও অনেকে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ৫৫৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড দেয়া হয়। এ স্মার্টকার্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।