দানিস খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদকঃ
রবিবার গভীর রাতে দক্ষিণ লিবিয়ার একটি শহরে ডিজেল জ্বালানি পরিবহনকারী একটি ট্রাকে আগুন লেগে কমপক্ষে নয়জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে ।
স্থানীয় তোলা ছবিতে দেখাগেছে যে, বেন্ট বাইয়া পৌরসভার ইজওয়াইয়া এলাকায় রাস্তার দুই পাশে একটি পুড়ে যাওয়া ট্রাক এবং অন্যান্য বেশ কয়েকটি পোড়া যান।
তিনটি মেডিকেল সূত্র জানিয়েছে যে, গাড়ির ভিতরে বা কাছাকাছি মৃতদেহ পোড়া অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে গুরুতর ঘটনা থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।