নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দোহার উপজেলা ও পৌরসভা যুবদল এর আয়োজনে উপজেলার জয়পাড়ায় বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী খন্দকার আবু আশফাক। এছাড়াও মাহফিলে বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ-সংগঠনের দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।



