সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২’শ ৬৩ পিস ইয়াবাসহ মোঃ আলহাজ মোল্লা (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষীপ্রাসাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলহাজ উজেলার লক্ষীপ্রাসাদ এলাকার মৃত আতর আলী মোল্লা ছেলে।
আরও সংবাদ পড়ুন : ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
র্যাব-১০ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার দোহার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লক্ষীপ্রাসাদ এলাকা থেকে প্রায় ৭৮ হাজার ৯’শ টাকা মূল্যের ২’শ ৬৩ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট তাকে গ্রেপ্তার করা হয়।
আরও সংবাদ পড়ুন : দোহারে ইউপি সদস্যকে নির্যাতনের পর পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে উপজেলার দোহার ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। পরে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দোহার থানায় হস্তান্তর করা হয়।



