দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদকঃ
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফ্রান্সে পৌঁছেছেন। রাজধানী প্যারিসের এলিসি প্রাসাদে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ফ্রান্সে সরকারি সফরে আসা সৌদি যুবরাজের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
যুবরাজ মোহাম্মদের সফরসঙ্গী প্রতিনিধি দলে রয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এবং প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্য মুসাইদ আল-আইবান।