সাভার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশ এর অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার আলী নগর (বাংলা বাড়ী) এলাকার মৃত আমজাদ হোসেন এর ছেলে সালাম (৪৫) এবং অপরজন ঢাকার আশুলিয়া থানার পূর্ব সদরপুর ২নং ওয়ার্ড এর কামরুজ্জামান বাবুর ছেলে হাদিউজ্জামান রানা (২১)।
আরও সংবাদ পড়ুন : ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন আশুলিয়া ২নং কলমা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আরও সংবাদ পড়ুন : দোহারে ইউপি সদস্যকে নির্যাতনের পর পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে আসামী সালাম এর বিরুদ্ধে আরও ৬টি মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



