30 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

দোহারে ৩০ হাজার মিটার জালসহ ২১ জেলের আটক

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দোহার (ঢাকা) প্রতিনিধি :
সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকারের অভিযোগে ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে ২১ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃতদের মধ্যে ১৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে এবং বাকি পাঁচজনের বয়য় কম হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার পদ্মা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল। অভিযানে সহায়তা করেন কোস্ট গার্ড সদস্যরা।

ওই সময় আটকদের মধ্যে ১১ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। অভিযানে আটক আরো পাঁচজন জেলেকে পৃথকভাবে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আরও সংবাদ পড়ুন :নবাবগঞ্জে মোখলেছুর রহমান হত্যা মামলার আসামি “কয়েজ” গ্রেপ্তার

অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে তা আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা হয় প্রায় ৬০ কেজি মা ইলিশ, যা মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন সুলতানা মুন্নি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও সংবাদ পড়ুন :দোহারে হারুন মাস্টার হত্যাকান্ডে দুই আসামি গ্রেপ্তার, ফাঁসির দাবিতে বিক্ষোভ (ভিডিওসহ)

তিনি আরো বলেন, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দোহার উপজেলার প্রায় ৩২ কিলোমিটার নদী সীমায় রাতভর অভিযান চালানো হয়। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!