রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটে পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি ডাকাতি করে। শুক্রবার রাতে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামে মোঃ আসাদ শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় মালামালসহ দুই ডকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল, নরসিংদী জেলার মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে প্রধান হোতা রিয়াজ (৩০) ও গাজীপুর সদর উপজেলার সাইদুলের ছেলে আল আমীন (৪০)।
স্থানীয় সূত্রে জানাগেছে, রাত ৩ টার দিকে পুলিশের পোশাক পরিহিত ৫-৬ জন বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা পুলিশ পরিচয়ে ঘরের দরজা খুলতে বললে বাড়ীর গৃহকর্তা দরজা খুলে দিলে পুলিশের পোশাক পরা ৫-৬ জন ঘরে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ঘর তল্লাশি চালিয়ে নগদ কয়েক লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে ওই রাতেই সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
আরও সংবাদ পড়ুন : নবাবগঞ্জে শোল্লায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
এ ঘটনায় রামপাল থানার (ওসি) আতিকুর রহমান জানান, ৯৯৯ এ খবর পেয়ে ভোরে পুলিশের একটি টিম অভিযান শুরু করে। প্রযুক্তির ব্যবহার করে বাগেরহাটের মোল্লাহাট এলাকায় মাইক্রোসহ দুই আসামীকে হাতেনাতে ধরা হয়। এ সময় মোবাইল জ্যামার ডিভাইস সহ বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার, ককটেল, দেশীয় অস্ত্র, পুলিশের পোশাক, গ্যাস কাটার সরঞ্জামদি, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে সাথে থাকা অন্য সহযোগীরা চম্পট দেয়। এদের সাথে আর কারা জড়িত আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
এ সময় তাদের কাছে গাড়িতে থাকা শক্তিশালী একটি মোবাইল জ্যামার ডিভাইস জব্দ করে। এ ছাড়াও তাদের কাছ থেকে ২ টি ককটেল, পুলিশের পোশাক ৪ সেট, গ্রীল ও গ্যাস কাটার ২ সেট, নগদ ৫ লক্ষ ১৬ হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার, দেশীয় দা ৩ টি, বড় ছোরা ১ টি, অক্সিজেন গ্যাস ১ টি, গ্যাস সিলিন্ডার ১ টি, মুখে মারার স্প্রে ১ টিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
এই জ্যামারটি হলো এমন একটি ডিভাইস যা কৃত্রিমভাবে আলাদা আলাদা মোডে রেডিও তরঙ্গ তৈরি করে (GSM, DCS, 3G, 4G, 5G, Wifi, PHS, 4G1) এবং এই মোড পরিচালনার জন্য আলাদা আলাদা এন্টেনা প্রযুক্তি রয়েছে। এই তরঙ্গগুলো মোবাইল ফোন, ওয়াইফাই, জিপিএস বা অন্যান্য বেতার যোগাযোগ ব্যবস্থার সিগনালকে বাধা দেয় বা ব্লক করে দেয়। ফলে জ্যামার চালু থাকলে নির্দিষ্ট এলাকার মধ্যে কোনো মোবাইল ফোনে কল করা বা ডেটা ব্যবহার করা যায় না। এমনকি রেডিও ফ্রিকোয়েন্সি পর্যন্ত কাজ করে না।