দোহার (ঢাকা) প্রতিনিধি :
দোহারে পিছিয়ে পড়া নারীদের কল্যাণের জন্য একটি পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছেন দোহার-নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি। শনিবার (৩০ আগষ্ট) বিকেলে উপজেলা লটাখোলা আজাহার আলী মার্কেটে এ “পাঠক ভূবন” নামে এ পাঠাগার উদ্বোধন করা হয়। এ সময় সকলের জন্য এ পাঠাগার উন্মুক্ত থাকবে বলে জানান এর উদ্যোক্তারা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও বিশেষ অতিথি ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা এ পাঠক ভূবন পাঠাগারের উদ্বোধন করেন।
এ সময় অনুষ্ঠানে অতিথিরা বলেন, জ্ঞান চর্চা ও বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য বই পাঠদানের অভ্যাস গড়ে তুলতে হবে। তবে শুধু বই পড়তেই নয়, সৃজনশীল চিন্তা ও সংলাপের মুক্ত মঞ্চ হবে এ পাঠাগার। তাই নারী পুরুষ ভেদাভেদ না রেখে আসুন সকলে জ্ঞানের চর্চা করি। তবেই দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আরও সংবাদ পড়ুন : নবাবগঞ্জের কলোকোপায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
এ সময় নারী কল্যাণ সমিতির সভাপতি শারমিন উদ্দিন এর সভাপতিত্বে ও অনিকা ইয়াসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পাড়া বাজার সমিতির সভাপতি এসএম কুদ্দুস, নারী কল্যাণ সমিতির বিউটি আক্তার, চ্যানেল টুয়েন্টিফোরের ক্রিড়া সাংবাদিক রেদোয়ান শুয়েব, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিব, সাংবাদিক সাইফউদ্দিন ফনু, সুরাইয়া তাসনিমসহ আরও অনেকে।