লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার দিয়ার বাহাদুরপুর ও চর জাজিরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থার জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ হোসেনের পুত্র মাসুম শেখ (২৩), আলম শেখের পুত্র আদিল শেখ (৩৩), জব্বার প্রামাণিকের পুত্র জাহিদুল ইসলাম (২৯) তারা সকলেই কুষ্টিয়ার ভেড়ামারা থানার মসলেমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত মৌজায় মোল্লা ট্রেডার্স ইজারা প্রাপ্ত হলেও নিয়ম-নীতি অমান্য করে নির্বিচারে বালু উত্তোলন শুরু করে। এতে আশপাশের কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়ে এবং নদীভাঙনের ঝুঁকি দেখা দেয়। বিশেষ করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু তোলার কারণে লালপুর শহর ও আশপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।
আরও সংবাদ পড়ুন : পাটের বাম্পার ফলন ও ভাল দামে কৃষকের মুখে হাসি
এমন পরিস্থিতিতে এলাকাবাসী লালপুর সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করলে সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাতেনাতে আটক করা হয় তিনজনকে।
স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে কৃষিজমি ও বসতভিটা ভাঙনের শিকার হয়ে পুরো লালপুর উপজেলা ঝুঁকির মুখে পড়বে। তারা সেনা অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন।
আরও সংবাদ পড়ুন : দোহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক এর দাফন সম্পন্ন
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ছাড়া যে কোনো বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। নিয়ম অমান্য করে যারা এ কাজে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।