দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক ইন্তেকাল করেছেন। তিনি দোহার পৌরসভা ৭নং ওয়ার্ড নগর এলাকার খুরশেদ বেপারীর ছেলে। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যু কালে তিনি, স্ত্রী, দুই ছেলে, নাতিসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আরও সংবাদ পড়ুন : দোহারে আইন শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে তিনি অসুস্থ্য ছিলেন। পরে গতকাল বুধবার হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। পরে বাদ মাগরিব সন্ধারাত সারে ৭ টায় দোহারের সুলতান খা জামে মসজিদ মাঠে উপজেলা প্রশাসন ও ঢাকা জেলা দোহার থানা পুলিশ, উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় দোহার খালপাড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও সংবাদ পড়ুন : পাওনা টাকা দিতে গিয়ে নবাবঞ্জের ব্যবসায়ী নিখোঁজ
এ সময় জানাযা নামাজে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি, বীরমুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন রাজু, শেখ শাহজাহান, দোহার ফুলতলা পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, গফুর মাস্টার, জাহাঙ্গীর বেপারী, এম এ আজাদ চয়ন, ফারুক পত্তনদার, শেখ শাহজাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।