দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় দোহার উপজেলায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম চলমান রয়েছে বলে জানান দোহার থানার প্রতিনিধিবৃন্দ। এছাড়াও পৌর কর, সড়ক বাতি স্থাপন, গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন বিষয়ে আলোচনা করে পৌর কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ্, পৌরসভা প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, দোহার থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেম, দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদর ইসলাম আকাশসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।