26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

নবাবগঞ্জের শিকারীপাড়া টি. কে মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ উদ্ধার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া টি.কে মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষিকা যমুনা রায়ের মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (২০ আগষ্ট) সকালে তার নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, যমুনা রায় নিজের বাড়িতেই পরিবারের সাথে রাতের খাওয়া দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। পরে পাশের রুমে থাকা তার মা রাত আনুমানিক ২ টার দিকে দেখতে পায় যমুনা রায় গলায় ওড়না পেছিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত এবং অন্যান্য প্রক্রিয়া শেষ করেন।

আরও সংবাদ পড়ুন : নাটোরে প্রতারিত কৃষক রইস উদ্দিনের বাড়িতে চিত্রনায়িকা অপু বিশ্বাস

স্থানীয় ভাবে জানা যায়, যমুনা রায় নবাবগঞ্জ উপজেলার বেরিবাধ এলাকার বাসিন্দা ছিল এবং সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী ছিল। পরে ২০২৩ সালে শিকারীপাড়া টি.কে মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন বাংলা শিক্ষক হিসেবে যোগদান করেন।

পরিবারের ধারণা, সরকারি চাকরি না পাওয়ার হতাশা এবং গতকালের শিক্ষক নিয়োগের ফলাফলে তার চাকরি না হওয়ার হতাশায় সে আত্মহত্যা করেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলান বলেন, এ ঘটনার খবর পেয়েই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থাল পরিদর্শণ করেন। এখনও থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। যদি কোন অভিযাগ দায়ের হয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!